1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জে বিচারকদের সাথে আইনজীবী সমিতির বৈঠক - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিচারকদের সাথে আইনজীবী সমিতির বৈঠক

এম এ মজিদ, হবিগঞ্জ
  • বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
হবিগঞ্জে বিচারকদের সাথে আইনজীবী সমিতির বৈঠক
হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সাধারন সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম। ছবিঃ বাংলা কণ্ঠ

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকবৃন্দের সাথে ২৪ মে  মঙ্গলবার বৈঠক করেছেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবন্দ। আইনজীবী সমিতির নির্বাচনের পর বিচারকবৃন্দের সাথে এটাই ছিল আনুষ্ঠানিক বৈঠক।

জেলা জজ আদালতের সভাকক্ষে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ পৌছলে জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম প্রত্যেককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বৈঠকে শুভেচ্ছা বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম বলেন- আইন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। তাতে পক্ষান্তরে বিচার প্রার্থীরাই উপকৃত হবে।

বেঞ্চ-বার একসাথে কাজ করলে সাধারণ জনগন উপকৃত হবে জানিয়ে তিনি বলেন-সময়ে সময়ে বিভিন্ন ইভেন্টে আমরা একসাথে বসব, আলোচনা করব, সমস্যা থাকলে সমাধান করব। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন- বেঞ্চ-বার একই অঙ্গের দুটি প্রতিষ্ঠান। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় একযোগে এক সাথে কাজ করব। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল বলেন- আইনজীবী ও বিচারকবৃন্দের মধ্যে যে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি হতে পারে।

তা নিরসন হওয়া উচিৎ আলোচনার মাধ্যমে। জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত দায়রা জজ এসএম নাসিম রেজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর বিচারক সুদীপ্ত দাস, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হারুন অর রশিদসহ ১৯জন বিচারক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সহ সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল এর নেতৃত্বে নির্বাহী কমিটির ১৫জন আইনজীবী নেতা বৈঠকে অংশ গ্রহণ করেন।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD