হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এস এম মুরাদ আলি বানিয়াচং থানা বার্ষিক পরিদর্শন করেছেন। ২৩ মে সোমবার দুপুর ১২ ঘটিকায় পুলিশ সুপার থানা চত্তরে পৌছামাত্র বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। পরে তিনি বানিয়াচং থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।
এছাড়া বানিয়াচং থানার ১৫ টি ইউনিয়নের সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে উপস্থিত সকল গ্রাম পুলিশের সাথে
মতবিনিময় এবং তথ্য আদান প্রদানসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানা এলাকায় বৃক্ষরোপন অভিযানে অংশ নেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply