বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে রোজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, প্রবীন শিক্ষক বিপুল ভূষণ রায়, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আঃ আহাদ, আরফান উদ্দিন, হাফেজ শামরুল ইসলাম, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী, সাদিকুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।
সভায় সম্প্রতি সৈদ্যারটুলা ছান্দে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার বাড়ি-ঘরে হামলার নিন্দা এবং এ সংঘর্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানকে জড়িয়ে মিথ্যা প্রপাকান্ড করার প্রতিবাদ জানিয়েছেন সদস্যবৃন্দ।
এ ছাড়াও উপজেলায় ১৮ বছরের নিচে কেউ টমটম বা মিশুক চালালে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply