নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মিয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের তৈমুছ উল্লার পুত্র।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার সময় ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশের নেতৃত্বে একদল পুলিশের টহলকালীন সময় স্থানীয় বান্দের বাজার জিরো পয়েন্টে সন্দেহ জনকভাবে আলালকে আটক করে তার দেহ তল্লাসী করা হয়। এ সময় তার সাথে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্ররণ করা হয়েছে।
Leave a Reply