নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার হিমেল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সুমি পালের কন্যা শুভশ্রী পাল সেজুঁতির ৬ষ্ট জন্মদিন ২৭ এপ্রিল বুধবার পৌর এলাকার অঞ্জলী নিকেতন এ পালন করা হয়েছে।
জন্মদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সঙ্গীত শিক্ষক দ্বীপেন্দ্র কুমার দাশ দীপ, বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ওস্তাদ রাখাল চন্দ্র দাশ,নবীগঞ্জ পৈেসক্লাবের সাবেক সাধারন সস্পাদক সলিল বরন দাশ,ব্যবসায়ী সজল চন্দ্র দাশ,
জ্যোস্না ভট্টাচার্য্য,অনিমা পাল,অর্পনা পাল, শ্যামল পাল, নারায়ন পাল, পরিমলপাল, লাকী পাল,অনিন্দিতা পাল,শর্মী,অৃতা পাল উর্মি,অর্পিতা পাল অর্পিসহ অন্যান্য নের্তৃবৃন্দ। জন্মদিনের অনুষ্টানে গান পরিবেশন করেন,ওস্তাদ দীপেন্দ্র দাশ দ্বীপ, দাশ,তুলি রায়,নিশিকান্ত দাশ,কল্পনা সরকার মনা,শুভ পাল, সেজুঁতি পাল প্রমি,ঐশি ভট্টাচার্য্য,অনামিকা পাল,শুভ্রশ্রী পাল সেজুঁতি পালসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply