ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে মহারাণীর প্রতি সম্মান জানিয়ে লন্ডন বারা অব হ্যামলেটস কাউন্সিলে পতাকা উত্তোলন করা হয়। ২১ এপ্রিল সকালে টাওয়ার হ্যামলেটসএর অফিস মালবারী প্যালেসে ইউনিয়ন পতাকা উত্তোলন করেন স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন।
পতাকা উত্তোলনের পর করার বাংলাদেশী বংশদ্বোত স্পীকার বলেন, মহামান্য রাণীর অনুকরণীয় অনুগ্রহ, কর্তব্য ও সেবার জন্য আমি বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। এসবের মধ্যে দিয়ে তিনি গত সাত দশক ধরে ব্রিটেনের সেবা করেছেন। রাণী আমাদের ঐক্য ও সংহতির প্রতীক ও আমাদের জন্য অনুপ্রেরণা। আমি গর্বিত মহামান্য রাণীর জন্মদিনের পতাকা উত্তোলন করতে পেরে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply