অমর একুশে গানের রচয়িতা প্রতিথযশা সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী বুধবার লন্ডন সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। বিনীতা চৌধুরী বেশ কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করতেন।
অসুস্থ শরীর নিয়েও বাবার দেখভাল করতেন, থাকতেন বাবার কাছে। এদিকে আব্দুল গাফফার চৌধুরী নিজেও কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া কিডনিজনিত রোগে ভুগছেন।
গাফফার চৌধুরীর ৪ কন্যা ও এক পুত্রের মধ্যে বিনীতা সবার ছোট । বিনীতা চৌধুরীর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সা্ইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতাম মাহমুদ শরীফ,
সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারোজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল খান, রিপোটার্স ইউনিটি যুক্তরাজ্য শাখার সভাপতি আনসার আহমদ উল্লাহ, সিনিয়র সহসভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি শাহেদ রহমান, সেক্রেটারী সাজিদুর রহমান, ও একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমির সভাপতি সৈয়দ এনাম, সেক্রেটারী রুবী হক, শোক বার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামানা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply