1. sm.khakon@gmail.com : bkantho :
ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামিসকে হত্যার দায়ে আলী হারাবির যাবজ্জীবন - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামিসকে হত্যার দায়ে আলী হারাবির যাবজ্জীবন

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজ সার্জারীতে ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ পার্লামেন্টের এমপি স্যার ডেভিড অ্যামিসকে হত্যার দায়ে সোমালিয়ান বংশদ্বোত ঘাতক আলী হারাবি আলীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ব্রিটেনের ওল্ডবেইলী আদালত।

গেল ১৩ই এপ্রিল বুধবার দুপুরে আদালত এই রায় ঘোষনা করেন। গেল বছরের অক্টোবওে ৬৯ বছর বয়সী এসেক্সের সাউথএন্ড ওয়েষ্ট আসনের কনজারভেটিব দলীয় এমপি স্যার ডেভিড অ্যামিস নিজ সার্জারীতে দুষ্কিতকারীর হাতে নিহত হন। তিনি লিওন সী এলাকার একটি চার্চে নিয়মিত সার্জারী করছিলেন, তখন ২৫ বছর বয়সী ঘাকত হারাবি সার্জারী চলাকালে অতর্কিতে তার উপর হামলা চালালে তিনি নিহত হন।

এসেক্স পুলিশ ঘটনার পরপরই ছুরিসহ ঘাতককে গ্রেফতার করে। স্যার ডেভিস অ্যামিস প্রতিমাসে তার নির্বাচনী এলাকার জনগণের সেবা দিতে এই চার্চে বসে সার্জাারি করতেন। জঙ্গি সংগঠন আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী নর্থ লন্ডনের কেনটিশ টাউনের বাসিন্দা ঘাতক আলী হারাবি কয়েকমাস যাবত স্যার ডেভিড অ্যামিসের গতিবিধি লক্ষ্য করছিল এবং তাকে হত্যার পরিকল্পনা করছিল বলে সে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। ব্যাক্তি জীবনে স্যার ডেভিড অ্যামিস চার কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।

মামলার শুনানীকালে বিচারক জাষ্টিস সুইনী বলেন এই হত্যাকান্ড আমাদের গণতন্ত্রের ঋদপিন্ডে আঘাত করেছে। সোমালিয়ান বংশদ্বোত এই ঘাকত আদালতে আরো জানায় সিরিয়ায় বিমান হামলার পক্ষে যেসব ব্রিটিশ এমপি ভোট দিয়েছেন প্রতিশোধ নিতে সে সকলকেই হত্যার পরিকল্পনা করছিল।

জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারী এই ঘাতকের পরিবার সোমালিয়া থেকে ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় নেয়, পরবর্তিতে তারা ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে যায়। স্যার ডেভিড অ্যামিস ৪০ বছর যাবত একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে আসছিলেন। ৬৯ বয়সী স্যার ডেভিড ১৯৮৩ সালে প্রথম ব্যাসিলডন এলাকা থেকে কনজারভেটিভ দলের প্রাথী হিসেবে হাউজ অব কমন্সে প্রবেশ করেন এর পর ১৯৯৭ সাল থেকে পার্শ্ববতি সাউথএন্ড ওয়েষ্ট আসনের এমপি হিবেসে দায়িত্ব পালন করে আসছিলেন।

পাঁচ সন্তানের জনক স্যার ডেভিড অ্যামিস গর্ভপাত বিরোধী ও বন্যপ্রাণী সুরক্ষায় সোচ্চার ছিলেন। ব্যাক্সিট পন্থি এই এমপি‘র নিজ নির্বাচনী এলাকা সহ ব্রিটেনের সর্বস্থরের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা ছিল। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নিজ নির্বাচনী এলাকা সহ ব্রিটেন জুড়ে শোকের ছায়া নেমে আসে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD