নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসায় ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এ সমস্যার কারণে গত ৩ এপ্রিল রবিবার দুপুরে হঠাৎ প্রায় ৪৫ কোটি ঘনফুট উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। মঙ্গলবার ৫ এপ্রিল বিবিয়ানা চার কূপ চালু হয়।
রবিবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই সমস্যা আরও কয়েকদিন থাকবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। কোন কূপ থেকে উঠছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাই জরুরি ভিত্তিতে ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান সাথে মঙ্গলবার ৫ এপ্রিল রাত ৯টায় মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ছয়টি কূপ মধ্যে ৪টি কূপ বিকাল চার টায় চালু হয়েছে। কাজ চলছে আরো দুইটি কূপ চালু হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply