বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য সোনালী ব্যাংক কর্মকর্তা বাদল কুষ্ণ বনিকের মাতা আশালতা বনিক(৯৫) ২ রা এপ্রিল শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইউলোক ত্যাগ করে পরলােক গমন করেছেন ।
মৃত্যুকালে তিনি ২ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । ( দিব্যান লোকান সঃ গচ্ছতু)। উনার শেষকৃত্যানুষ্টান শনিবার রাতেই জয়নগর পৌর শ্মশানঘাটে সম্পন্ন হয়। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন
নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়াীলীগের সাধারন সস্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম সুমার পাল হিমেল,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নবীগঞ্জ পৌর কমিটির সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেব,সাধারন সস্পাদক সাবেক পৌর কাউস্নিলর প্রানেশ চন্দ্র দেবসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply