নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের গোপলারবাজার শ্রী শ্রী মদন মোহন জিউ আখড়ার বার্ষিক কীর্তন অনুষ্টান বিভিন্ন অনুষ্টানের মধ্যদিয়ে ২ রা এপ্রিল শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল,অধিবাস,মঙ্গলঘট স্থাপন,গীতাপাঠ,উদয় অস্ত কীর্তন,হরিলুট ও প্রসাদ বিতরন।
অনুষ্টানে গীতাপাঠ করেন,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শ্রী পংকজ ভট্টাচার্য্য। এতে কীর্তন পরিবেশন করেন, কীর্তনীয়া শ্রী শ্রী ভৈরব সম্প্রদায়ের শ্রী কানাই চক্রবর্ত্তী কানু ও লিলি সুত্রধর। অসুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,দেবপাড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল পাল,সাধারন সস্পাদক কাজল কর,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়,কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পুজা কমিটির সাবেক সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়স্থ
Designed by: Sylhet Host BD
Leave a Reply