1. sm.khakon@gmail.com : bkantho :
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধার: নবীগঞ্জে এমপি মিলাদ গাজী - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধার: নবীগঞ্জে এমপি মিলাদ গাজী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধার: নবীগঞ্জে এমপি মিলাদ গাজী
নবীগঞ্জে নবীন বরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি মিলাদ গাজী। ছবি: বাংলা কণ্ঠ
হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন,আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের কর্ণধার ও  কান্ডারী হবে ।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে  দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ হবে। তিনি ২ এপ্রিল শনিবার দুপুরে নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন,লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই।
পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপোরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এড. মোঃ আবুল ফজল’র সভাপতিত্বে এবং  সহকারী অধ্যাপক শাহীন আক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মুনিম চৌধুরী,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, , আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান,মোঃ সুহুল আমিন।
এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD