নবীগঞ্জ জয়নগর লোকনাথ সংঘের উদ্যােগে উৎসব পুর্নমিলনী ও গীতাদান অনুষ্টিত হয়। ২৬ শে মার্চ শনিবার সকালে অনুষ্টান উপলক্ষ্যে শ্রীমদভগবত পাঠ ও ধর্মীয় বিষদ আলোচনা করেন,জকিগঞ্জের শ্রী জয় লাল বিশ্বাস। জয়নগর লোকনাথ সেবাসংঘের সভাপতি প্রশান্ত দাশগুপ্ত খোকন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জয়ন্ত
দেবের পরিচালনায় অনুষ্টানে পাঠক সম্রাট সর্বশ্রী মতিলাল ভট্টাচার্য্য,পাঠা প্রাণকৃষ্ণ চক্রবর্ত্তী, তিমিরপুর ইসকন মন্দিরের সাধারন সম্পাদক ব্রজকৃষ্ণ দাস ব্রম্মচারী,গীতা স্কুলের শিক্ষক সঞ্জয় দাশ,পারমার্থিক পাঠক ফোরামের সভাপতি অজিত কুমার দাশ,উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল,পাঠক ফোরাম সদস্য কানাই লাল দাশ,পারমার্থিক পাঠক ফোরামের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাশ,পাঠক ফোরাম সদস্য বিজয়া পাল,সদস্য সাবিত্রী রানী দেব,গীতাপাঠ নানু দাশকে শ্রীমদভগবত গীতা ও অন্যান্য ধর্মীয় সামগ্রীসহ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা লোকনাথ সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,শিক্ষক লিটন দেবনাথ,দীপক পাল, সুজিত পাল,কৃষ্ণা রানী দেব,লোকনাথ সংঘের উপদেষ্টা রতন আচার্য্য, কোষাধ্যক্ষ স্বপন চক্রবর্ত্তী,সহ কোষাধ্যক্ষ কনক চক্রবর্ত্তী, জ্যোতিষ সরকার,কিরন সরকার,সুরাই সরকার,অজিত সরকারসহ অন্যান্য ভক্তবৃন্দ। সবশেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
Leave a Reply