লাখাইয়ে মধ্যে সিংহগ্রাম হিলফুল ফুযুল উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক সাবেক ল্যাব টেকনোলজিষ্ট সাখায়াত হোসেন শাহিন ও সদস্য শাহজাহান মিয়া এবং উপদেষ্টা মরহুম কালাই মিয়ার আত্মার মাগফিরাত কামনায় মধ্যে সিংহগ্রাম হিলফুল ফুযুল উন্নয়ন সংস্থার উদ্যেগে খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সংগঠনের ও সাবেক ইউপি চেয়ারম্যান সভাপতি আব্দুল ওয়াদুদ তালুকাদার আব্দালের সভাপতিত্বে ও মাহামুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জাকির হোসেন, নুরুল ইসলাম শাফি,হাজী জানে আলম, হারুন মিয়া, প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম, মোঃ সামছুল হক, এডঃ ইয়ারুল, মোঃ শাহআলম প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply