বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জমজমাট এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর জেলা শহরে এ ধরণের আয়োজন দেখতে দুপুর থেকেইে স্টেডিয়ামে জড়ো হন শতশত নারী-পুরুষ।
এই ঘোড়দৌড় প্রতিযোগীতায় অংশ নেয় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৫টি ঘোড়া। এদের মধ্যে ‘শাহ জালালের দোয়া’ নামের ঘোড়াটি প্রথম স্থান অর্জন করে।
এর পূর্বে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply