1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জে ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জে ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা
হবিগঞ্জে ভোক্তা অধিকার দিবসে জেলা প্রশাসক ইশরাত জাহান’র নেতৃত্বে র‌্যালি । ছবি: বাংলা কণ্ঠ

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতায় হবিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। সমসাময়িক পেক্ষাপটে এ বছরে দিবসটির প্রতিপাদ্য রাখা হয়েছে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নায্যতা।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এসময় বক্তব্য দেন- ব্যাকস এর সভাপতি শামছুল হুদা, মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, কবি তাহমিনা বেগম গিনি, ক্যাব জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরী, বিসিক সহসভাপতি মীর জমিলন্নবী ফয়সল, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক কায়েছ আহমদ শিপন, ক্যাব এর প্রেস সেক্রেটারি সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

বক্তারা আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় আলোচনা সভায়।

উল্লেখ্য বাংলাদেশে ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করা হয়। এ আইন প্রয়োগের মাধ্যমে ভোক্তা স্বার্থ তদারকিতে একই বছর গঠন করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আইনটি বাস্তবায়নের জন্য এ পর্যন্ত পাঁচটি বিধিমালা ও প্রবিধান তৈরি হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD