1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, মতবিনিময় সভা - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

নবীগঞ্জে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, মতবিনিময় সভা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, মতবিনিময় সভা
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছ রুপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান ।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে  মতবিনিময় সভা ১৫ মার্চ মঙ্গলবার  সকাল ১১টায় করগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলাওয়াত পাঠ করেন,মোঃ জালাল উদ্দিন,গীতাপাঠ করেন, কমলাকান্ত আচার্য্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথির উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হক, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাছির,কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ পরিচালক তমিজ উদ্দিন খাঁন,জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত)  মোহাম্মদ রুহুল্লাহ,নবীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ডালিম আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান  নির্মলেন্দু দাশ রানা। বক্তব্য রাখেন ফনি ভূষন রায়,রিয়াজুল করিম জানু,মুফতি রুহুল আমিন,বীরমুক্তিযোদ্ধা কবিন্দ্র দাশ,সাইদুর রহমান,বিধু ভূষন দাশ,সিরাজ মিয়া,সাদিকুর রহমান,নুরুল ইসলাম,আদম মিয়া,মাহমুদ মিয়া,শংকর পাল প্রমূখ।
প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড এর পক্ষে মৃনাল দাশ ও অন্যরা এবং ইনডেভার সংস্হা।
প্রধান অতিথি বক্তব্য কালে ইশরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ  আজ এগিয়ে। সন্ত্রাস-জঙ্গিবাদ,মাদক,  ইভটিজিং বাল্যবিয়ের বিরুদ্ধে জনসত সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত শিক্ষিত সমাজ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা একান্ত কাম্য এবং দেশর  উন্নয়নে নারীদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে।
মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  ১০ টি গাছ রুপন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD