নবীগঞ্জ বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন,সামাজিক বিভিন্ন ইতিবাচক কাজের মাধ্যমে সমাজের অবক্ষয় দূর করা সম্ভব।
সামাজিক সংগংঠন আলোকিত ব্যাচ ” ৯৫ এর অনেক মেধাবী লোকজন বিভিন্ন সামাজিক কাজ করে নবীগঞ্জবাসীর প্রশংসা পেয়েছে। তাদের এই ধারাবাহিকতা অটুট রাখতে সবাইকে সহযোগীতা করা প্রয়োজন।
তিনি ১২ মার্চ শনিবার দুপুরে নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মিলানায়তনে নবীগঞ্জ আলােকিত “৯৫ ব্যাচের রজত জয়ন্তি পালন উপলক্ষ্যে প্রকাশিত স্মরনিকা প্রয়াস এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি মোঃ শামীম আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ থানর ওসি মোহাম্মদ ডালিম আহমদ,নবীগঞ্জ জে,কে সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো আব্দুস সালাম।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ রুবেল মিয়া। বক্তব্য রাখেন, ড. সুদীপ চক্রবর্ত্তী,সাইফুর রহমান খান,উত্তম কুমার পাল হিমেল,আশফাকুজ্জামান চৌধুরী,জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন,লেবু আহমদ জেবু প্রমুখ। সভার শুরুকে কোরআন তেলওয়াত করেন,আবু হুরায়ুরা মামুন,গীতা পাঠ করেন ধনঞ্জয় দেবনাথ। অতিথিদেরকে সম্মননা ক্রেষ্ট প্রদান করেন, শাহ সাজিদুর রহমান,সালেহ আহমদ,পিন্টু রায়,কামরুজ্জামান চৌধুরী,সরাজ মিয়া, প্রমুখ।
আলোকিত ” ৯৫ ব্যাচের তৎকালীন সময়ে এস এসসি পরীক্ষায় মেধা তালিকায় ১৬ তম স্থান অর্জনকারী সাইফুর রহমান খান এবং সরকারীভাবে লন্ডনে পিএইডি ডিগ্রী অর্জন করায় অতিথিদের মাধ্যমে তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্টানে ব্যাচের ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ জন প্রবাসে অবস্থানরত থাকায় অনুষ্টানে শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী আলােকিত ব্যাচ “৯৫ সংগঠনের মাধ্যমে সাসাজিক কাজ অব্যাহত রাখার জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন।
Leave a Reply