হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকা থেকে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরির ঘটনায় এক চোরকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। রবিবার (২৪ আগষ্ট) সকাল ১০টা ৪৩ মিনিটে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, এক ব্যক্তি প্রেসক্লাবের সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছে। ঘটনার পর পরই তদন্তে নামে পুলিশ।
এ বিষয়ে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সদর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার পূর্বেই হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাত্রাবড়বাড়ি এলাকার মৃত ফরিদ উদ্দিনের পুত্র সালমান মিয়াকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানাযায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ” সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সাইনবোর্ড চুরির কথা স্বীকার করেছে। চুরি হওয়া সাইনবোর্ড উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় হবিগঞ্জের সাংবাদিক মহল দ্রুত সাইনবোর্ড উদ্ধারের পাশাপাশি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply