হবিগঞ্জ শহরে দিনদুপুরে ঘটে গেছে চুরির এক দুঃসাহসিক ঘটনা। শনিবার সকাল ১০টা ৩৮ মিনিটে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকা থেকে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে পরিকল্পিত অপকর্ম বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ মনে করছেন এটি সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষন্ন করার অপচেষ্টা। সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত চোর শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদসহ নেতৃবৃন্দ জানান, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সাংবাদিক সমাজকে চরমভাবে মর্মাহত করেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সাহাবউদ্দিন শাহীন বলেন, “আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছি। ফুটেজে দেখা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply