1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে কিস্তির টাকা দিতে না পারায় প্রগতি ফিল্ড অফিসার সুরঞ্জিত কর্তৃক ঘরে তালা, পুলিশের সহযোগিতায় ৩ দিন পর বসতঘরে ফিরলেন গ্রাহকের মা - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

নবীগঞ্জে কিস্তির টাকা দিতে না পারায় প্রগতি ফিল্ড অফিসার সুরঞ্জিত কর্তৃক ঘরে তালা, পুলিশের সহযোগিতায় ৩ দিন পর বসতঘরে ফিরলেন গ্রাহকের মা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নবীগঞ্জে কিস্তির টাকা দিতে না পারায় গ্রাহকের মায়ের ঘরে তালা ঝুলালেন ব্র্যাক প্রগতি ফিল্ড অফিসার সুরঞ্জিত পুরকায়স্থ। পৌর এলাকায় পূর্ব তিমিরপুর গ্রামেন মৃত হরিপদ আচার্য্য পুত্র অরবিন্দু আচার্য্য ব্র্যাক প্রগতি বাজার মার্কেট অফিস নবীগঞ্জ শাখা মালিক টাওয়ার শেরপুর অফিস থেকে লোন উত্তোলন করেন।

সূত্রে জানায়ায় গত ২ ফেব্রুয়ারী ২০২৫ইং ওই অফিস থেকে পূর্ব তিমিরপুর গ্রামে মৃত হরিপদ আচার্য্য এর পুত্র অরবিন্দু আচার্য্য ২ লক্ষ টাকা লোন উত্তোলন করেন। এর পর মার্চ, এপ্রিল, মে ২০২৫ইং এর কিস্তি নিয়োমিত পরিশোধ করে আসছেন। চলতি জুন মাসের কিস্তি সময়ে অরবিন্দু জীবিকার তাগিদে বাড়ী হইতে অন্যত্র চলে যায়। এমতাবস্থায় গত ২৪ জুন মঙ্গলবার উক্ত অফিসের ফিল্ড অফিসার সুরঞ্জিত পুরকায়স্থ অরবিন্দুর বাড়ীতে কিস্তির জন্য গেলে তার বৃদ্ধ মা সে বাড়ীতে নয় বলে জানান।

এর পরদিন ২৫ জুন বুধবার সকাল সাড়ে ৯ টায় আবারো ফিল্ড অফিসার সুরঞ্জিত পুরকায়স্থ অরবিন্দুর বাড়ীতে গিয়ে অরবিন্দুর মাকে ঘরে না পেয়ে অন্যায়ভাবে তাদের বসতঘরে তালা ঝুলিয়ে দিয়ে আসে। ওইদিন সকাল ১১টায় অরবিন্দুর মা বাড়ীতে এসে দেখেন তার বসতঘরে তালা ঝুলানো। এই তালার বিষয়ে আশ-পাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা জানান ব্র্যাক এর অফিসার সুরঞ্জিত পুরকায়স্থ কিস্তির টাকা না পাওয়ায় তালা মেরে চলে গিয়েছেন।

এর পর অরবিন্দুর মা এলাকার স্থানীয় নেতৃবৃন্দকে অবগত করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বসতঘরে তালা মারায় বৃদ্ধ অসহায় মহিলা অরবিন্দুর মা ২/৩ দিন অন্যের বাড়ীতে মানবেতর জীবন যাপন করেছেন।

নবীগঞ্জ থানায় অভিযোগের প্রেক্ষিতে থানার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরবর্তীতে নবীগঞ্জ থানার হস্তক্ষেপে গতকাল শুক্রবার বৃদ্ধ অসহায় ওই মহিলার বসতঘরের তালা খুলে দেওয়া হয়েছে। উক্ত ঘটনায় এলাকার লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং অসহায় ভুক্তভোগি মহিলা এ বিষয়ে ব্র্যাকের উর্দ্ধতন কর্মকর্তা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD