1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকাল ৩ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সেমিনারে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।

বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জালার উদ্দিন, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল প্রমুখ। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদোসী, পল্লীসঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক ও এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হলে তাদের মৌলিক চাহিদা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে।

মূল প্রবন্ধ উপস্থাপনকারী সিলেট বিভাগীয় সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে। তিনি তার উপস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ, সমস্যাবলি এবং সমাধানমূলক দিকগুলো তুলে ধরেন।
সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং নানা গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD