ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ আসাদুজ্জামান পিরোজপুরের ইন্দুরকানীতে ‘স্মার্টফোন কিনে না দেওয়ায়’ রিয়াজ হাওলাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার সোবাহান হাওলাদারের ছেলে রিয়াজ। সে পাড়েরহাট রাজ লক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ আবুল বাশার জানান, ওই এসএসসি পরীক্ষার্থী বড় ভাইয়ের কাছে একটি স্মার্ট মোবাইল সেট চেয়েছিল। মোবাইল সেট না দেওয়ায় অভিমানে তার কক্ষের সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে।
ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান, একটি মোবাইল ফোনের জন্য ওই স্কুলছাত্র ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যু মামলা করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply