1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
নেক আমল বেশি করার চেয়ে পাপ কমিয়ে ফেলা উত্তম: মাওলানা হাবিবুর রহমান - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

নেক আমল বেশি করার চেয়ে পাপ কমিয়ে ফেলা উত্তম: মাওলানা হাবিবুর রহমান

এম এ মজিদ, হবিগঞ্জ
  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
সন্তানদের পিছনে খরচ করা সাদকার মতোই সওয়াব : মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক সেন্টারে গত ৪ এপ্রিল ২০২৫ ইং তারিখে জুমার খুৎবায় মাওলানা হাবিবুর রহমান বলেছেন আল্লাহর দেয়া বিধান ফরজ নামাজ, রোযা, ইত্যাদি পালনে কোনো রকম ছাড় দেয়া যাবে না। প্রত্যেকটি ওয়াযিবও পালন করতে হবে। অন্যান্য নেক আমল বেশি করার চেয়ে জীবন থেকে আস্তে আস্তে পাপ কমিয়ে ফেলা উত্তম।

নেক আমল কম করলেও সমস্যা নাই, কিন্তু পাপ কাজ ছেড়ে দিতে হবে। গোনাহ থেকে ফিরে আসতে হবে। তাহলে একটি মানুষের জীবন সুন্দর হবে। সবসময় তাওবার মাধ্যমে থাকতে হবে। আল্লাহর কাছে নিজের জীবনের পাপের জন্য ক্ষমা চাইতে হবে। শয়তান সবসময় আমাদের শত্রু। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে। তার একটিই উদ্দেশ্যে মানুষকে বিপথগামী করা। তবে আল্লাহর ভয়ে তটস্থ মানুষকে কখনো শয়তান বিপথগামী করতে পারবে না। সেজদাকারী, রুকুকারী বান্দাকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। সময়কে কাজে লাগিয়ে দুনিয়া ও আখেরাতের জীবনকে সফল করতে হবে। তবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না।

লক্ষ্য থাকতে হবে আখেরাতের জীবন। বেশি বেশি দান করতে হবে। প্রত্যেক মুসলমানকে শাওয়াল মাসের ৬ রোযা রাখা উচিৎ। শাওয়াল মাসের ৬ রোযার এতো বেশি সওয়াব যে, তা ১ বছর নফল রোযা রাখার মতো। শাওয়াল মাসের ৬ রোযা বিরতী দিয়ে রাখা উত্তম। যদি কেউ একাধারে ৬ রোযা রাখে তাহলেও কোনো সমস্যা নেই। আমরা যারা সুস্থ, তাদের প্রতি আল্লাহ কত নেয়ামত দিয়েছেন, বেশি বেশি ইবাদতের মাধ্যমে সেই নেয়ামতের হক আদায় করতে হবে। আমরা মানুষের হক আদায় করি না।

অথচ প্রতিবেশীর প্রতি, নিজের পরিবারের সদস্যদের প্রতি, মুসলমান নয় এমন মানুষের প্রতিও আমাদের হক আদায় করতে হবে। মাওলানা হাবিবুর রহমান বলেন- আমাদের সমাজে বিবাহকে কঠিন করা হয়েছে। অথচ বিয়েকে সহজ করা উচিৎ। কোনো অবস্থাতেই মেয়ের বাবাকে আর্থিকভাবে কষ্ট দেয়া যাবে না। কোনো অযুহাতেই মেয়ের বাবার বাড়িতে অধিক বরযাত্রী নিয়ে যাওয়া যাবে না। যদি বরের বাড়ির প্রয়োজন হয় তাহলে যেন বরের বাবা সুন্নাত ওয়ালিমা করে তার শত শত আত্বীয় স্বজনকে খাওয়ান।

তা কনের বাড়ির উপর চাপিয়ে দেয়া যাবে না। এব্যাপারে প্রত্যেক এলাকার মুরুব্বী, সামাজিক নেতৃবৃন্দ, যুব সামজকে বলিষ্ট ভূমিকা রাখতে হবে। তিনি সকলকে ইসলামের বিধি বিধান পালনে আরও বেশি সচেষ্ট হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য সুপরিসর চুনারুঘাট উপজেলা মডেল মসজিদ আধুনিক স্থাপত্যের এক নিদর্শন। মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে ইসলামিক পাঠাগার, রয়েছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। মসজিদের নিচে রয়েছে যানবাহন রাখার সুপরিসর গ্যারেজ।

রয়েছে প্রতিবন্ধীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা। মডেল মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাষ্টার্স সম্পন্ন করে ঢাকার ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন।

এম এ মজিদ
আইনজীবী ও সংবাদকর্মী
হবিগঞ্জ, ৪ এপ্রিল ২০২৫
০১৭১১-৭৮২২৩২

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD