সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মতো অন্তর্বর্তী সরকার থেকে বাকি দুই ‘ছাত্র উপদেষ্টারও’ পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সেইসাথে ‘সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের সকল সেক্টর ও দফতর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা অতীব জরুরি’ বলেও মনে করে তারা।
মঙ্গলবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছে, সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছে।’
‘আমরা মনে করি, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে,’ আরো বলেন তিনি। ‘বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন’, দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের এমন বক্তব্যের নিন্দাও জানায় গণঅধিকার পরিষদ।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply