পবিত্র রমজান মাসে তাজা ফলের মূল্য সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক কমালো সরকার। ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে গত রোববার (১৬ মার্চ) পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া, গত ১০ মার্চ আরোও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ১৫ শতাংশ কমানো হলো।
জনগণের বৃহত্তর স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে সকল প্রকারের ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। করছাড়সহ সরকারের নানাবিধ সময়োপযোগী পদক্ষেপের কারণে এবছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply