র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) বিলুপ্ত করার বিষয়ে জাতিসঙ্ঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিদেশী নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বুধবার এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়।
একইসাথে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়। র্যাব বিলুপ্তসহ জাতিসঙ্ঘের অন্যসব প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘জাতিসঙ্ঘ প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা সবাই বসব। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) তা জানাব।’
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply