1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বানিয়াচং থানায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মস্তুফা।

বানিয়াচং থাানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ক্বাজী মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম,

প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান আহমদ ওসমানী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা বদরুল আলম আনসারী, ক্রীড়া সম্পাদক আরিফুল রেজা, তথ্য প্রযুক্তি সম্পাদক তফসির মিয়া প্রমুখ। এছাড়া থানার বিভিন্ন অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মস্তুফা সভাপতির বক্তব্যে বলেন, বানিয়াচং থানায় ১৫টি সাব-ইন্সপেক্টরের পদের স্থলে রয়েছেন, ৫জন, ১২জন সহকারী সাব-ইন্সপেক্টরের স্থলে রয়েছেন ৬জন, ৪০জন কনেস্টবলের স্থলে রয়েছেন ২৭জন। এছাড়া ২টি গাড়ীর স্থলে গাড়ী রয়েছে একটি।

বড় উপজেলা ও জনসংখ্যার পরিমানে কম সংখ্যক পুলিশ সদস্য দিয়েও আইন-শৃঙখলার উন্নয়নে থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে পুলিশের কাজকে আরো গতিশীল করতে তিনি সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতা চেয়েছেন।

তিনি মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, চুরি, ডাকাতি, দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ দমনে সাংবাদিকদের পাশাপাশি বানিয়াচং উপজেলার সচেতন লোকজনের সহযোগিতা চেয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD