বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় আইনশৃঙ্খলাসহ সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের দায়সারা উত্তর দিয়েছেন ইউএনও।
ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, আমি বানিয়াচংয়ে এসেছি আমার নিজের জন্য নয়, এসছি আপনাদের জন্য। আপনারা যদি সহযোগীতা করেন তাহলে কাজ করবো নতুবা মন্ত্রনালয়ে আরাম আয়েশে চাকুরী করবো, আমি শুধু শুধু প্যারা নিয়ে কাজ করবো কেন ?।
বিভিন্ন দফতরে কর্মকর্তাদের অফিস ফাঁকি ও অনিয়মের সম্পর্কে তিনি বলেন যার যার মন্ত্রনালয়ের নির্দেশানা অনুযায়ী কাজ করেন, আমি শুধুমাত্র কয়েকটা ফাইল স্বাক্ষর ছাড়া কিছুই করতে পারি না, কোনো কিছু অসঙ্গতি হলে দেখবেন স্ব স্ব মন্ত্রনালয়ের কর্তৃপক্ষ।
মাদক ও আইনশৃঙ্খলা সম্পর্কে তিনি বলেন পুলিশের মনোবল ফিরে আশা অবধি এসমস্থ বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব না। তিনি বলেন, বানিয়াচংয়ে ৫ আগস্টের পর ৫ জন ওসি বদলী হয়েছেন, এখানে ৯ জন লোক মারা গেছেন, এখানে কেউ আসতে চান না। প্রশাসনকে সহযোগীতা করলে ধীরে ধীরে উন্নতি হবে বলে তিনি আশা করেন। বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন শুধুমাত্র মোবাইল কোর্ট সমাধান না, সে ক্ষেত্রে গণসচেতনতা খুবই প্রয়োজন।
প্রত্যেকটি ইস্যুতে ইউএনও দায়সারা বক্তব্য দেওয়ায় উপস্থিত সাংবাদিকগণ হতাশা ব্যক্ত করেন।
বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
এতে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান আহমদ ওসমানী প্রমুখ।
এছাড়া উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার মাহবুবুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply