1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ের নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথীর যোগদান - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ের নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথীর যোগদান

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ের নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথীর যোগদান
বানিয়াচংয়ের নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথী

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মাহমুদা বেগম সাথী যোগদান করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি যোগদান করেন। যোগদানের পর তিনি ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এদিকে বিদায়ী ইউএনও মোঃ মাহবুবুর রহমান ইতিমধ্যে অন্যত্র বদলি হয়ে যোগদান করেছেন।

সকালে নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথী উপজেলা পরিষদে এলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের অফিসারগণ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম, যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।

ইউএনও মাহমুদা বেগম সাথীকে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের অফিসারগণ ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন।

হবিগঞ্জের পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান মাহমুদা বেগম সাথী ৩৬ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকুরীতে যোগ দেন।

এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বানিয়াচং উপজেলায় দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD