1. sm.khakon@gmail.com : bkantho :
জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই : মাওলানা মাহদী হাসান - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই : মাওলানা মাহদী হাসান

এম এ মজিদ, হবিগঞ্জ
  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই : মাওলানা মাহদী হাসানঅন্যের সমালোচনায় পারদর্শী : জুমার খুৎবায় মুফতি আব্দুল মজিদ

নবীগঞ্জ উপজেলার দারুল হিকমা মাদ্রাসার অন্তর্ভূক্ত বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাওলানা মাহদী হাসান বলেছেন- জানি না বলে ফরজ কাজ তরক করার বা এড়িয়ে চলার কোনো সুযোগ নেই।

আপনি যদি বিয়ে করতে চান তাহলে বিয়ের ফরজ সম্পর্কে আপনাকে জানতেই হবে, কোনো মহিলার যদি গর্ভে সন্তান আসে তাহলে সন্তান পেটে থাকাকালে অনেক দায়িত্ব পালন করতেই হবে, কোনো দম্পতির জন্য সন্তান ভূমিষ্ট হয় তাহলে সন্তানের হক সম্পর্কে বাবা মাকে জানতে হবে, এসব জানা ফরজের অন্তর্ভূক্ত, নামাজ রোজা সম্পর্কে জানা যেমন ফরজ, স্বামী স্ত্রী হিসাবে দায়িত্ব কর্তব্য, বাবা মা হিসাবে সন্তানের দায়িত্ব কর্তব্য জানাও ফরজ।

সন্তানের উপর কি কি দায়িত্ব পালন করা ফরজ, স্বামী স্ত্রী হিসাবে কার কি দায়িত্ব পালন করা ফরজ, এসব জানি না বলে কেউ ছাড় পাবে না। কারণ দায়িত্ব কর্তব্য জানা এবং মানাও ফরজ।

বিয়ের পূর্ব থেকেই বিয়ে করতে প্রস্তুত নর নারীর দায়িত্ব শুরু হয়ে যায়। যেমন আল্লাহর কাছে নেক স্বামী চাওয়া, নেক স্ত্রী চাওয়া। গর্ভে সন্তান আসলে সন্তানের উপর মা বাবার দায়িত্ব শুরু হয়ে যায়, যেমন গর্ভের সন্তানের জন্য দোয়া করা, মায়ের উচিৎ বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বাবা মার উচিৎ বেশি বেশি নেক আমল করা।

সন্তান জন্মের পর বাবা মায়ের কর্তব্য হচ্ছে সন্তানের একটি ইসলামী সুন্দর নাম রাখা, ৭ দিন বা ২১ দিনের দিন আকিকা করা। সন্তান একটু বড় হলে তাকে মক্তবে দেয়া, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করা, আদব কায়দা শেখানো।

উপযুক্ত হলে সন্তানকে নামাজ পড়তে রোজা রাখতে বাধ্য করা। বিয়ের পূর্ব থেকে সন্তান জন্মের পরে বাবা মা যদি ইসলামের দেখানো মতো আমলগুলো করতে থাকেন তাহলে সন্তান কখনো বিপথগামী হবে না, অবাধ্য হবে না, ইসলাম, সমাজ বা রাষ্ট্রের ক্ষতিকারক হবে না। মাওলানা মাহদী হাসান সকলকে সন্তানের উপর মা বাবার হক সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের আহবান জানান।

এম এ মজিদ, হবিগঞ্জ, সাংবাদিক ও আইনজীবি

৩ জানুয়ারী ২০২৫
০১৭১১-৭৮২২৩২

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD