বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম।
মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম অফিসার আরশাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ।
এছাড়া উপজেলা খাদ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব, এসআই আওলাদ হোসেনসহ বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অসিারের কার্যালয়ের পক্ষ থেকে ৩জন জয়ীতাকে সংবর্ধনা প্রধান উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply