1. sm.khakon@gmail.com : bkantho :
আইনজীবী সাইফুল হত্যা : পুলিশের ডিসি-ওসিকে বদলি - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

আইনজীবী সাইফুল হত্যা : পুলিশের ডিসি-ওসিকে বদলি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে
আইনজীবী সাইফুল হত্যা : পুলিশের ডিসি-ওসিকে বদলি

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের প্রাথমিক ব্যর্থতার অভিযোগে ডিসি মোহাম্মদ লিয়াকত আলী ও ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে।বৃহস্প‌তিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত পৃথক বদলি আদেশে তাদেরকে বদলি করা হয়।

জানা যায়, সিএমপি দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খানকে বদলি করে তার স্থলে পদায়ন করা হয়েছে বন্দর জোনের ডিসি শাকিলা সোলতানাকে।

অন্যদিকে সিএমপি দক্ষিণ জোনের অধীনে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে বদলি করে তার স্থলে সিএমপির বিশেষ শাখায় কর্মরত পরিদর্শক মো: আবদুল করিমকে পদায়ন করা হয়। এ ব্যাপারে চট্টগ্রামের এক আইনজীবী নেতা বলেন, ‘ঘটনার পুলিশ যথাযথ ব্যবস্থা নিলে এত বড় ঘটনা হতো না। এটি পুলিশের ব্যর্থতা।’

এর আগে, সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পরদিন (মঙ্গলবার) কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুর পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ-দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

একপর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বুধবার চট্টগ্রাম শহরে দু’ দফা এবং লোহাগাড়া উপজেলায় দু’ দফা জানাজা শেষে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুলকে দাফন করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD