বানিয়াচংয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভাকক্ষে এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান’র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সভাপতিত্বে ও এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার ফৌজিয়া আক্তারের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমদ লিটন, জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলনা আতাউর রহমান প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply