হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৪৫০ লিটার চোলাই মদ জব্দসহ গোপাল রবি দাস (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এসময় মদ তৈরী ও বিক্রির সাথে জড়িত আরও ২জন পালিয়ে গেছে। আটককৃত গোপাল রবি দাস উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ যাত্রাপাশা গ্রামের ভুট্টো রবি দাসের পুত্র।
বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একে এম দিদারুল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত গোপাল রবি দাস ও তার স্বজনরা চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঐদিন অভিযান পরিচালনা করে ঘরের ভিতর থেকে মাটি খুড়ে বেশ কয়েকটি মদভর্তি ড্রাম উত্তোলন করা হয়।
এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একে এম দিদারুল আলম বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply