বানিয়াচংয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা, প্রজনন স্বাস্থ্য অধিকারসহ শিক্ষায় বিদ্যমান বৈষম্য বিষয়ে স্থানীয় পর্যায়ের অংশীদারদের সঙ্গে ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান’র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার ফৌজিয়া আক্তার, শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ,
বানিয়াচং রত্না স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ তাহের, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার, মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সজিব খান, লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির আহমদ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply