1. sm.khakon@gmail.com : bkantho :
পাকিস্তানে মসজিদে বোমা হামলা: নিহত ৩০ - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

পাকিস্তানে মসজিদে বোমা হামলা: নিহত ৩০

Reporter Name
  • শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
Pakistan Maszid

বাংলা কণ্ঠ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে এক শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

শুক্রবার পেশোয়ারের পুরনো শহরে কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিদের আসার সময় এই বিস্ফোরণ ঘটে।

পেশোয়ারের পুলিশ প্রধান মোহাম্মদ ইজাজ খান জানান, মসজিদের বাইরে থাকা পুলিশকে লক্ষ্য করে দুইজন সশস্ত্র অস্ত্রধারী গুলি করলে সহিংসতা শুরু হয়।

গোলাগুলিতে এক আক্রমণকারী ও এক পুলিশ নিহত হয়। এছাড়া অপর এক পুলিশ আহত হন। বেঁচে যাওয়া আক্রমণকারী মসজিদের ভেতরে প্রবেশ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।

পুরনো শহরের সংকীর্ণ পথ দিয়ে অ্যাম্বুলেন্স হতাহতদের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, হামলায় ৬০ জনের বেশি আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউই দায়িত্ব স্বীকার করেনি।

সূত্র : আলজাজিরা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD