অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সম্প্রচারিত হবে। এর আগে গত ৮ আগস্ট দায়িত্ব নিয়েছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন অধ্যাপক ইউনূস।
এক মাসের মাথায় গত ১১ সেপ্টেম্বর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করে সেগুলোর প্রধানদের নাম ঘোষণা করেন।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply