1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে শিবপুজা ও  বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী কীর্তন উৎসব - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে শিবপুজা ও  বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী কীর্তন উৎসব

Reporter Name
  • শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৪২ বার পড়া হয়েছে
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা মহেশ্বর সংঘের উদ্যোগে এডভোকেট ইন্দু ভুষন দাশ এর বাড়ীতে পবিত্র শিবরাত্রি পালন উপলক্ষ্যে ৩৫ ফুট উচু বিগ্রহ শিবপুজা ও অষ্টপ্রহরব্যাপী কীর্তন বৃহস্পতিবার  বিকালে  সম্পন্ন হয়েছে।
৩ দিনব্যাপী  অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ, শ্রী শ্রী শিবপুজা, হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন, সাংস্কৃতিক অনুষ্টান, মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন, রাসবিহারী সম্প্রদায়ের কীর্তনীয়া দিনেশ দেবনাথ,সত্য নারায়ন সম্প্রদায়ের শুভ রায়,কিশোরী সম্প্রদায়ের গিরীরাজ জুয়েল দাশ, গুরুদেব সম্প্রদায়ের সাজুমনি দাশসহ  অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।
মহেশ্বর সংঘের  সভাপতি মিন্টু চন্দ্র শীল,সহ সভাপতি তপু সুত্রধর, সাধারন সম্পাদক অমিত দাশ, অর্থ সম্পাদক জয় দাশসহ অন্যান্য সদস্যদের সার্বিক পরিচালনায় অনুষ্টান পরিদর্শন করেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,দপ্তর সম্পাদক,পবিত্র বনিক,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়,সমাজসেবা সম্পাদক সলিল বরর দাশ, সাংবাদিক অঞ্জন রায়সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।  তবে মহাদেবের ৩৫ ফুট উচু মুর্তি সকল দর্শকদের নজর কেড়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD