মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী কমলা হ্যারিসের সমাবেশে যুদ্ধবিরতের স্লোগান দিয়েছেন এক প্রতিবাদকারী। কমলার বক্তব্যের শুরুতে তিনি ‘সিজফায়ার নাউ’ বলে উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তিনি মূলত গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান।
বুধবার উইসকনসিনে সমাবেশ করেন কমলা। তিনি সেই প্রতিবাদকারীর কথার উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা সবাই চাই গাজার যুদ্ধ শেষ হোক’ এবং উপস্থিত সমর্থকদের তিনি বলেন, এই যুদ্ধ শেষ করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি একপর্যায়ে প্রতিবাদকারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের সবারই কথা বলার অধিকার আছে। কিন্তু এখন আমি কথা বলছি।’ এ কথা শুনে সবাই তারস্বরে চিৎকার করে ওঠে এবং এক পর্যায়ে প্রতিবাদকারীরা শান্ত হয়ে যায়।
কমলা তার ভাষণ চালিয়ে যান এবং তার সমর্থকদের আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘আমরা জিতবো।’ যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট এরপর বলেন, ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে দেখা যাবে তিনি তার শত্রুদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করছেন। কিন্তু যখন আমি নির্বাচিত হবো, তখন আমি একটি টু-ডু লিস্ট (করণীয় তালিকা) করার কাজে মন দেবো।’
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply