1. sm.khakon@gmail.com : bkantho :
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত করে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার রাতে আন্দোলনের সমন্বয়ক এজিএম আব্দুল হাকিম এ তথ্য জানিয়েছেন। আব্দুল হাকিম বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের দাবি-দাওয়া বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে দেয়াসহ কোনো প্রকার হয়রানি না করার আশ্বাস দিয়েছেন। তাই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত এবং ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

একইসাথে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ বেশকিছু দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা।

এমন অবস্থায় বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনকারীদের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত করেন।

সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD