জুয়েল চৌধুরী, হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জ চলন্ত তেলবাহী ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল পাভেল মিয়া (২০) নামে এক পত্রিকা বিক্রেতার। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এগিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পূর্ব দিকে তৎকালীন রেলওয়ে গুদামের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত পাভেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে বিরামচর গ্রামের মোঃ আব্দুল মন্নান এর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী চলন্ত তেলবাহী ট্রেনের দুই বগির মাঝখানে বসে ছিল দুই যুবক। তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আসামাত্রই চলন্ত অবস্থায় এক বন্ধু লাফিয়ে নীচে নেমে যায়। তার বন্ধু নেমে যাওয়ার দৃশ্য দেখে পাভেল মিয়াও লাফ দিতে গিয়ে ট্রেনের নীচে পড়ে টুকরো হয়ে মৃত্যুবরণ করে।
এ বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পাভেল মিয়া ও তার বন্ধু একই তেলবাহী বগিতে ছিল। তারা দুজনেই মনে করছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে তেলবাহী ট্রেন থামবে। তারা দুজনেই চলন্ত তেলবাহী ট্রেন থেকে লাফ দেওয়ার কারণে নীচে পড়ে টুকরো হয়ে যায়। রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। নিহত পাবেল মিয়া স্থানীয় ও জাতীয় পত্রিকা বিক্রি করতো বলে জানা গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply