মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) : লাখাই উপজেলার করাব ইউনিয়ন সচিব জিলু মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি রোধে সোমবার সকাল ১১টায় করাব ইউনিয়ন পরিষদে এলাকার সাধারন ভুক্তভোগীরা সচিব জিলু মিয়ার বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ ও সংশোধন কাজে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি তুলে ধরে প্রতিবাদ জানায়।
এসময় তারা করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছর উপস্থিতে উক্ত ইউপি সচিব জিলু মিয়ার বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও সংশোধন এর নামে সরকারী বিধিবহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরে।
এছাড়াও ইউনিয়নের উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম ও সেবা নিতে আসা ব্যক্তিরা হয়রানি করারর অভিযোগ উঠে।
সেবা নিতে আসা ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি অবগত হয়ে করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ভবিষ্যতে যেন জন্ম নিবন্ধন সনদ ও সংশোধন সহ বিভিন্ন সেবাপ্রার্থীদের কোন ধরনের হয়রানি শিকার না হতে হয় এ ব্যাপারে ইউপি সচিব জিলু মিয়া ও উদ্যোক্তাকে সতর্ক করে দেন।
এসময় ইউপি সচিব জিলু মিয়া ও উদ্যোক্তা সেবা নিতে আসা উপস্থিত জনগনের সামনে নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়াবেননা বলে অঙ্গিকার করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply