বাংলাদেশের পুলিশ বাহিনীতে সংস্কার আনতে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ের নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক কর্মকর্তা স্টেফান লিলারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইউএনডিপির প্রতিনিধি দলকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি, তবে শিগগিরই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে।
কোন প্রক্রিয়ায়, কীভাবে এবং কাদেরকে অন্তর্ভুক্ত করে পুলিশের সংস্কার করা হবে, প্রাথমিক ওই কমিটিই সেটি নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে ইউএনডিপির আবাসিক কর্মকর্তা স্টেফান লিলার বলেন,‘বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়।’
এক্ষেত্রে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে আলাপ-আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে পুলিশের সংস্কার কাজ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তিনি।
সংস্কার কাজে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে জাতিসঙ্ঘ প্রস্তুত বলেও জানিয়েছেন লিলার।
সাক্ষাৎকালে বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply