নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধনের নেইম প্লেইট (শনিবার ৩১ আগষ্ট ) কার্যকরী কমিটি সভা শেষে অনুষ্ঠানিক ভাবে নেইমপ্লেইট লাগানো হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, কার্যকরী কমিটির সদস্য রাকিল হোসেন, শাহ সুলতান আহমদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, এম, মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় আগামী সেপ্টেম্বর মাসে নবীগঞ্জ প্রেস ক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হবে। আগামী মাসে কার্যকরী কমিটির সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নবীগঞ্জ প্রেস ক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। পরে ক্লাবের কার্যকরী কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদার নিমার্ণ কাজের নেইম প্লেইট উদ্বোধন করেন। সভা চলাকালে নতুন ভবন নির্মাণে লন্ডন প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply