1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

বানিয়াচংয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) দপুরে বানিয়াচং থানার গুলঘরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বানিয়াচংয়ে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মোঃ আমিনুল ইসলাম।

তিনি বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, আসার প্রথম কাজ পুলিশের উপর মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

এছাড়া জিডি, মামলা এফআইআরসহ সকল পুলিশি সেবা বিনা ফিতে দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়া পুলিশ কিলারেন্সে সরকারি ফি ব্যাথিত আরা কোন টাকা কাউকে প্রদান না করতে অনুরোধ জানিয়েছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বানিয়াচংয়ের উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় গণমাধ্যমের বিস্তৃতি এবং সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক পেক্ষাপট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তথ্যতুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ থানা প্রশাসনকে সকল ভাল কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।

এ সময় বক্তব্য রাখেন, বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর গত শুক্রবার (২৩ আগষ্ট) বানিয়াচং থানায় নতুন ওসি হিসেবে মোঃ আমিনুল ইসলাম যোগদান করেছেন। তার বাড়ি নরসিংদী জেলায়। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে কর্মরত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD