1. sm.khakon@gmail.com : bkantho :
কৃষ্ণপদসহ বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা, পুনর্বহাল ৫ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

কৃষ্ণপদসহ বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা, পুনর্বহাল ৫

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে
কৃষ্ণপদসহ বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা, পুনর্বহাল ৫

পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো: মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (অতিরিক্ত পুলিশ কমিশনার) সরদার রকিবুল ইসলাম বিপিএম।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

চাকরিতে পুনর্বহাল ৫
বিগত সরকারের আমলে জনস্বার্থে অবসরে পাঠানো পুলিশের পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে পুনর্বহাল করা হয়।

চাকরিতে পুর্নবহাল করা পুলিশ কর্মকর্তারা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সাবেক উপ-পুলিশ মহাপরিদর্শক মো: আব্দুল্লাহ আল মাহমুদ বিপিএম, এনডিসি; অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের সাবেক পুলিশ সুপার মো: আলী হোসেন ফকির, অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন মিয়া ও টিডিএস, ঢাকার সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো: জিল্লুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে অবসরে প্রদানের তারিখ থেকে পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (ইন ডিউটি) গণ্য করে তারা বকেয়া বেতন, ভাতাদি, পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।

সূত্র : ডিএমপি নিউজ

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD