গত কয়দিনের অব্যাহত মুষলধাওে বৃষ্টি আর ভারত থেকে নেমে আসার বানের পানিতে খোয়াই নদীর বাধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হচ্ছে হবিগঞ্জের লাখাই উপজেলার নিম্নঞ্চল। খোয়ার ভাঙ্গন এবং আজমেরীগঞ্জ ও পার্শ্ববর্তী হাওড়াঞ্চলে ক্রমাগত পানি বৃদ্ধিতে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে হাওড় বেষ্টিত জনপদের চাষীদের মাঝে।
বিশেষ করে এলকার নিম্নঞ্চলের মৎস চাষী ও রোপা আমন চাষীরা বেশি আতঙ্কিত।
অতি বৃষ্টিও নেমে আসা ঢলের উপজেলার নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলকার রোপান আমন নিমজ্জিত হয়েছে বলে জানা গেছে। পানির বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেরার রোপা আমন চাষীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে বলে জানান চাষীরা।
তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী উপজেলায় ১০ হেক্টর রোপা আমন ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে এবং বীজতলা নিমজ্জিত হয়েছে ৩ হেক্টর। এছাড়া মৌসুমী আগাম জাতের সজ্বি ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হেক্টর।
এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বিষয়টি নিশ্চিত করে জানন, রোপান আমন চাষের জন্য অনেকটাই প্রস্তুতি ছিলো, যে জমিগুলো নিমজ্জিত হয়েছে যদি পানি না বাড়ে তবে কোন ক্ষয়ক্ষতি হবেনা তবে পানি না নামলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক এক্ষেত্রে নিমজ্জিত জমিতে মাছ ধরলে চারা ক্ষতি গ্রস্ত হবে বলে উল্লেখ করে বলেন। এছাড়াও কর্তন যোগ্য আউশ ধান দ্রুত কর্তনের পরামর্শ দেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply