বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে এ সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী নির্দেশনাটি প্রদান করা হচ্ছে।
ওই পদের ক্ষেত্রে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করবেন।
মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি এই দায়িত্ব পালন করবেন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এভাবেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply