1. sm.khakon@gmail.com : bkantho :
আন্দোলন নিহত পুলিশের তালিকা প্রকাশ - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

আন্দোলন নিহত পুলিশের তালিকা প্রকাশ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে
আন্দোলন নিহত পুলিশের তালিকা প্রকাশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে পুলিশের ৪৪ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। রোববার নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

নিহত ৪৪ জনের মধ্যে তিনজন পরিদর্শক, ১১ জন উপ-পরিদর্শক, সাত জন অতিরিক্ত উপ পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক, একজন নায়েক এবং ২১ জন কনস্টেবল।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোট ৬৫০ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কমপক্ষে ৬৫০ জনের মৃত্যুর তথ্য পেয়েছে সংস্থাটি।

এর মধ্যে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ কাছাকাছি এবং বাকি প্রায় ২৫০ জন পরের দুই দিনে প্রাণ হারিয়েছেন বলে ওই রিপোর্টে বলা হয়।

সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD